বিডিনগ-এর সদস্যরা উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের একটি অগ্রসর বিশ্লেষণাত্মক পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশের ইন্টারনেট অবকাঠামো ও প্রায়োগিক বিভিন্ন বিষয়ে প্রয়োগমূলক গবেষণা সম্পাদন, ছক বা কাঠামো অনুসন্ধান এবং এর সঙ্গে ইন্টারনেট বিসিপি ও আরএফসি-র যোগসূত্র স্থাপন করেন৷ তাঁরা বিডিনগ সম্মেলনে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন৷ বিডিনগ-এর গবেষণা কার্যক্রম (যা মূলত বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ)-এর মধ্যে অন্তরভুক্ত বিষয়াদি নিম্নরূপ:

১. মূলত বাংলাদেশের মধ্যে আইপিভি৪ ও আইপিভি৬ প্রিফিক্স-এর একত্রিতকরণের সম্ভাবনা৷
২. ট্রাফিক ছক বিশেস্নষণ ও ট্রাফিক প্রকৌশল অ্যাডভোকেসি৷
৩. ট্রাফিক ছক বিশেস্নষণ ও পিয়ারিং অ্যাডভোকেসি৷
৪. নেটওয়ার্ক নিরাপত্তা বিষয়াদি বিশেস্নষণ ও নিরাপত্তা বিসিপি বাস্তবায়ন উদ্বুদ্ধকরণ৷
৫. মাল্টিহোমিং চাহিদা বিশ্লেষণ ও মাল্টিহোমিং বিসিপি উদ্বুদ্ধকরণ৷