বিডিনগ মেইলিং লিস্ট তৈরির উদ্দেশ্য হচ্ছে, নেটওয়ার্ক অপারেটর ও প্রকৌশলীদের মধ্যে সহযোগিতার প্রয়োজন আছে এমন কারিগরি তথ্যের বিনিময় ও বিভিন্ন কারিগরি বিষয় আলোচনার জন্য একটি ফোরাম গঠন৷ প্রাসঙ্গিক কারিগরি বিষয় আলোচনার জন্য একটি কার্যকর ফোরাম অব্যাহতভাবে চালু রাখার উদ্দেশ্যে এই লিস্টটি নিম্নোক্ত নীতিমালা ও মেইলিং লিস্ট চার্টার অনুযায়ী পরিচালিত হয়:

এই মেইলিং লিস্ট অনাকাঙ্খিত ও স্প্যাম ইমেইল থেকে সুরক্ষিত৷ কেবলমাত্র সাবস্ক্রাইব করা এবং বৈধ ব্যবহারকারীরাই এই লিস্টে মেইল প্রেরণ ও গ্রহণ করতে পারেন৷

গ্রহণযোগ্য ব্যবহার নীতিমালা:

১. বিডিনগ-এর মেইলিং লিস্ট ঘোষণাপত্রে (চার্টার) বর্ণিত ইন্টারনেটের প্রায়োগিক ও কারিগরি বিষয়সমূহের ওপরই আলোচনা সীমাবদ্ধ থাকবে৷
২. ঘোষণাপত্রের সঙ্গে সামঞ্জস্যবিহীন বিষয় পোস্ট করা যাবে না৷
৩. ক্রস পোস্টিং নিষিদ্ধ৷
৪. অপ্রীতিকর ভাষা ব্যবহার, চরিত্রহনন এবং অন্যান্য অংশগ্রহণকারীর প্রতি অশ্রদ্ধা প্রকাশ পায় এমন পোস্টিং নিষিদ্ধ৷
৫. কোনো পণ্যের প্রচার-প্রচারণা নিষিদ্ধ৷
৬. রাজনৈতিক, দার্শনিক ও আইন-বিষয়ক পোস্টিং নিষিদ্ধ৷
৭. এই লিস্টকে ব্যক্তিগত বিপণন উদ্যোগের উৎস হিসেবে ব্যবহার করা যাবে না৷
৮. কোনো অটোরেসপন্ডার কতৃক এই লিস্টে বা নিজের কাছে মেইল পাঠানো নিষিদ্ধ৷
৯. যারা এসব নীতিমালা ভঙ্গ করবেন তাদের সঙ্গে যোগাযোগ করে নীতিমালা অনুসরণের জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যেতে পারে৷

কোনো ব্যক্তি বা দল যদি বিডিনগ-এর ঘোষণাপত্রের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিষয়াদি পোস্ট করতে থাকেন তাহলে বিডিনগ নির্বাহী পরিষদ নীতিমালা অনুসরণের অনুরোধ জানিয়ে মেইলিং লিস্টের সব গ্রাহকের কাছে মেইল পাঠাবেন৷

বিডিনগ মেইলিং লিস্টে যোগ দেয়ার জন্য ক্লিক করুন: http://mailman.bdnog.org/mailman/listinfo/nog

মেইলিং লিস্ট আর্কাইভ: http://mailman.bdnog.org/pipermail/nog/