বিডিনগ-এর কর্মসূচি পরিষদের দায়িত্ব হচ্ছে, বিডিনগ সম্মেলনের যাবতীয় বিষয়বস্তু প্রস্তুত করা৷ কর্মসূচি পরিষদের একটি অন্যতম দায়িত্ব হচ্ছে স্থানীয় পর্যায় থেকে মেধাবীদের খুঁজে বের করে বিডিনগ সম্মেলনে উপস্থাপনের উদ্দেশ্যে প্রেজেন্টেশন তৈরিতে তাদেরকে সাহায্য করা৷ কর্মসূচি পরিষদের সদস্যদেরকে দুই বছরের জন্য দায়িত্ব প্রদান করা হয়৷ এ পরিষদের সিংহভাগ সদস্যকে বিডিনগ পরিবার থেকেই নেয়া হয়, যদিও এ অঞ্চলের অন্যান্য NOG কমিউনিটি থেকেও কর্মসূচি পরিষদের সদস্য অন্তরভুক্ত হতে পারেন৷

বিডিনগ বর্তমানে বিডিনগ-এর কর্মসূচি পরিষদের সদস্য হবার জন্য আগ্রহী বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে আগ্রহপত্র আহ্বান করছে৷

বিস্তারিত জানার জন্য: http://www.bdnog.org/Program_Committee.php